মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছে শেখ মো: কামরুজ্জামান, অন্যদিকে, নবীগঞ্জ থানার ওসি মো: কামাল হোসেন, (পিপিএম) কে মাধবপুর সার্কেল অফিসে নিযুক্ত করা হয়েছে। গত (২২ মে) বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানায় নতুন দ্বায়িত্ব গ্রহণ করেন শেখ মো: কামরুজ্জামান, তার আগে গত মঙ্গলবার পুলিশ পরির্দশক লাইন ও আর হবিগঞ্জ থেকে শেখ মোঃ কামরুজ্জামান, কে নতুন ওসি হিসেবে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে নবীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। জানা গেছে, পদায়নপ্রাপ্ত শেখ মো: কামরুজ্জামান এর আগে ডিএসবি ও এসবি মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ পরিদর্শক শেখ মোঃ কামরুজ্জামানকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন ও আর থেকে নবীগঞ্জ থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা। দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি