লেখক -এফ এম শাহীন
সম্পাদক -জাগরণ টিভি।
জেল থেকে বেরিয়ে সাধারণ মানুষ ও ভক্তদের প্রতি শুভেচ্ছা জানানোর সময় দারুণ এক প্রতিবাদের ভাষা বেছে নিলেন পরীমনি। তার কমল হাতে লাল টুকটুকে মেহেদী রঙ্গে লিখলেন, “Don’t love me bitch”। পুরুষতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে ভালোবাসার চাদরে-আদরে ঢেকে রাখা জানোয়ার রুপি কিছু রুচিহীন পুরুষের বিরুদ্ধে এক ভিন্ন প্রতিবাদ। রাতের রানী হিসেবে নারীকে যারা দেখতে চায় তাদের বিরুদ্ধে নির্যাতিতা এক নারীর এমন প্রতিবাদ সত্যি ভীষণ সাহসের।
পরীমনি ইস্যুতে রাষ্ট্রের পুরুষতান্ত্রিক চেহারা স্পষ্ট হয়ে উঠছে বারবার! সেই সাথে নারী জাগরণের নানা কথা যাহারা বলেন তাদের মুখে ঝাটা মারা হয়েছে প্রকাশ্যে অবলীলায়। ধর্মান্ধ মৌলবাদী অপশক্তি যা করতে পারে নাই পুলিশ প্রশাসন তা দারুণভাবে করে দেখালো।
গ্রেফতার পর্বের পরে জামিন নিয়েও কি দারুণ নাটক দেখলাম আমরা। একজন নাগরিকের অধিকারকে পাশ কাটিয়ে কত নাটক দেখতে হল আমাদের। একবিংশ শতাব্দীতে এসেও একজন নারীর সাথে রাষ্ট্রের এমন আচরণ সত্যি ভিন্ন বার্তা দিবে আগামি প্রজন্মকে। পরীমনিকে গ্রেফতার থেকে শুরু করে মিডিয়াতে উপস্থাপন যে ভাবে করা হয়েছে তা আগামি প্রজন্মের কাছে কি ম্যাসেজ যাচ্ছে তা হয়তো কেউ ভেবে দেখেনি!
একজন অভিভাবকহীন নারীকে শত শত পুলিশ দিয়ে গ্রেফতার ও আদালত পাড়ার প্রোটোকলে যে আতঙ্ক তৈরি করা হল তার ফল বাংলাদেশকে বহুদিন ভোগ করতে হবে। একজন শিল্পীর সাথে এমন আচরণে নিশ্চয়ই শিক্ষা- সংস্কৃতির নিদারুণ এক সময়ের চিত্র ফুটে ওঠার দিক নির্দেশ করে মাননীয়রা !
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি