ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজ এর শিক্ষার্থীদের অর্থ কেলেঙ্কারিসহ নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ প্রমাণিত হয়েছে। আনিত অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা যায়, নবীগঞ্জ সরকারি কলেজ স্বাক্ষরিত অডিট কমিটির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বেতন মওকুফ কমিটি (অনার্স), বেতন মওকুফ কমিটি ডিগ্রী (পাস), বেতন মওকুফ কমিটি
(দরিদ্র- মেধাবী ও করোনাকালীন), নবীগঞ্জ সরকারি কলেজের সদস্যসহ বিভিন্ন ইউনিটের প্রধানসহ সকল সদস্য, নবীগঞ্জ সরকারি কলেজে কর্মরর্তা কর্মচারী অফিস সহকারী কাম-হিসাব রক্ষক সুনাম উদ্দিন, ল্যাব সহকারী জ্যোতিষ রঞ্জন সরকার, নিম্নমান সহকারী বিন্দু ভূষন বৈদ্য ও খন্ডকালীন কম্পিউটার অপারেটর নয়ন মনি সরকার, এদের প্রত্যেকের বিরুদ্ধে দায়িত্বের অবহেলা, আর্থিক অনিয়ম, প্রশাসনিক অনিয়ম, অর্থ-আত্মসাতসহ নানা দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের ১২ জন শিক্ষক ও অর্ধশতাধিক শিক্ষার্থীদের স্বাক্ষরিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলীর বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে আহ্বায়ক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেনকে সদস্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসিকে সদস্য হিসেবে মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি কর্তৃক দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, নবীগঞ্জ সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্য মোঃ সফর আলীসহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি