ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জ জেলায় সারা দেশের ন্যায় গতকাল ৩০ ডিসেম্বর ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।উক্ত আয়োজন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক বাস্তবায়িত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৩০ ডিসেম্বর ২০২১ হতে ০২ জানুয়ারি ২০২২; চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার আজ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, হবিগঞ্জ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার; জেলা প্রাথমিক অফিসার; লাইব্রেরি কর্মকর্তা, গণগ্রন্থাগার, হবিগঞ্জ এবং বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি। চারদিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় ২৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বইমেলাটি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন দুপুর ৩.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত চলমান থাকবে। বইমেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি