স্টাফ রিপোর্টারঃ
তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি মানববন্ধন করেছে।
বুধবার হবিগঞ্জ শহরের লাখাই রোডে এ কর্মসূচী পালন করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু সভাপতিত্বে,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান এর পরিচালনায় করেন।
সভাপতি’র বক্তব্যে সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, আমরা অনেক আশা করে এ সরকারকে সহযোগিতা করে ক্ষমতায় এনেছিলাম। আমাদের আশা ছিল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি থেকে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখবেন। যারা খেটে খাওয়া মানুষ, যারা কৃষকের কাজ করে, যারা দিনমজুরের কাজ করে তাদের কি অবস্থা। এরশাদ সরকারের আমলে চাউল ছিল ৬/৭টাকা কেজি, বর্তমানে চাউল ৫০-৬০ টাকা কেজি, তেল ছিল ৪০-৫০ টাকা লিটার আর বর্তমান সরকারের আমলে তেল ১৮০ টাকা লিটার। আগামী কিছু দিনের মধ্যে মাহে রমজান সে রমজানে মানুষের নাভিশ্বাস, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সরকারকে বলতে চাই আপনারা দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। না হয় জাতীয় পার্টি রাজ পথে আছে রাজ পথে থাকবে। যারা এসব সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হউক।
মানববন্ধনে অনন্য মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ মুমিন চৌধুরী বুলবুল। জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের,কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন,সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ,ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব দেব, জাপানেতা নোমান মোল্লা, শাজাহান তালুকদার, নাসির উদ্দীন নাসু, দিলীপ বর্মন, মিলাদ হোসেন সুমন, সুহেল রানা, যুবসংহতিনেতা জামাল তালুকদার, রিপন মিয়া প্রমুখ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি