নিজেস্ব প্রতিবেদক।।
মানবাধিকার সমুন্নত রেখে যথাযথ দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জনসাধারণের জীবনকে আরও স্বস্তিদায়ক করতে কাজ করে যাচ্ছে সংস্থাটি। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে রাজধানীর র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংস্থাটির ভাবমূর্তি রক্ষায় দায়িত্বসহকারে কাজ করছেন বাহিনীর সদস্যরা। ভবিষ্যতে এ সংস্থার মান ধরে রাখতে তারা সচেষ্ট বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এর আগে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে র্যাব মেমোরিয়াল ডে-২০২২ পালন করা হয়। যেখানে প্রতিষ্ঠার ১৮ বছরে বিভিন্ন আভিযানিক কার্যক্রমে ২৯ জন নিহত ও করোনা মহামারির সময় ৭ জন র্যাব সদস্য মৃত্যুবরণ করায় তাদের স্মরণে শ্রদ্ধা জানান সংস্থাটির প্রধানসহ কর্মকর্তারা। এ সময় নিহতদের পরিবারের মাঝে বিভিন্ন উপহার তুলে দেন র্যাব মহাপরিচালক। স্মরণ করেন তাদের আত্মত্যাগের কথা। এ ছাড়া যারা আহত হয়েছেন বিভিন্ন সময় তাদেরও সহযোগিতাও করা হয় র্যাবের পক্ষ থেকে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি