নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে কোটি টাকা মূল্যের ১১ লাখ নকল ওষুধ জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে চক্রটির মূল হোতাসহ দুইজ্রনকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার।
বহুল ব্যবহৃত কয়েকটি ওষুধের নকল, বাজারজাত করছে একটি অসাধু চক্র। ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে কোটি টাকা সমমানের প্রায় ১১ লাখ নকল ওষুধ জব্দ করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চক্রটির মূল হোতাসহ দুইজনকে।
একই রকমের প্যাকেট, ওষুধগুলোও দেখতে একই রকম। ওষুধের নাম থেকে শুরু করে কোম্পনির নাম কোনো কিছু দেখে বোঝার উপায় নেই এগুলো নকল ওষুধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে চুয়াডাঙ্গার এক কারখানায় এতো দিন তৈরি করা হয়েছে এসব নকল ওষুধ। যা রাজধানীর মির্ডফোট এবং চকবাজারে চলে আসছে। তৈরি থেকে বাজারজাতকরণ পর্যায়ে রয়েছে আলাদা আলাদা জনবল।
এই ঘটনায় চুয়াডাঙ্গা থেকে চক্রের প্রধানকে এবং ঢাকা থেকে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কোটি টাকা সমমানের প্রায় ১১ লাখ পিস নকল ওষুধ। চিকিৎসকরা বলছেন এই সব নকল ওষুধের কারণে চিকিৎসক ও রোগীর মধ্যে আস্থার সংকট তৈরি হয়।
চক্রটির মূল হোতা গিয়াসউদ্দিন চুয়াডাঙ্গায় নিজস্ব কারখানায় এসব নকল ওষুধ তৈরি করে। মাখন ঢাকায় সেসব প্যাকেজিংয়ের কাজ করে। আর রনি ঢাকা থেকে করে বাজারজাত করণের কাজ। ডিলারের দায়িত্ব পালন করে আলী আক্কাস শেখ। নানা জায়গায় ওষুধ পৌছে দেয় আরো ৪ জন।
পুলিশ বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি বাকীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি