.
মোঃ আবু তালেব।। সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা ব্যাপী মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করে ধর্মীয় বৃহত্তম এ উৎসব ঈদুল ফিতরের সূচনা করেন।
আজ ৩ মে, হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে দুটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে । ১ম জামায়াত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮ টায়। এতে ইমামতি করেন মাওলানা গোলামা মোস্তফা নবী নগরী। ২য় জামায়াত অনুষ্ঠিত হয়েছে সকাল ৯ টায়। এতে ইমামতি করেন কাজী মাওলানা নজমুল হোসেন।
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত ঈদ জামাতে জেলার বিশিষ্টজন ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় বিভিন্ন সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ নামাজ শেষে কুলাকুলি ও মুসাফাহে অংশ নেন মুসল্লিরা। ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধনে সকলকে আবদ্ধ করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ হন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি