নিজেস্ব প্রতিবেদক।। ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা, বিশিষ্ট সাংবাদিক, বর্ষীয়ান লেখক ও বরেণ্য কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার (লন্ডন সময় সকাল ৬-৪০) বাংলাদেশ সময় দুপুর ১-৪০ মিনিটে তিনি লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
বরিশালের উলানিয়ার চৌধুরী বাড়িতে ১২ ডিসেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করা ৮৮ বছর বয়সী আবদুল গাফফার চৌধুরী ১৯৭৪ এর অক্টোবর থেকে ব্রিটেনে বসবাস করছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আবদুল গাফফার চৌধুরী একুশে পদক, বাংলা একাডেমি পদক, ইউনেস্কো পদক, বঙ্গবন্ধু পুরস্কারসহ জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার লাভ করেন।তাৃর মৃত্যুতে দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক,জাতীয় দৈনিক গণমুক্তির নবীগঞ্জ /হবিগঞ্জ প্রতিনিধি, দৈনিক আমার হবিগঞ্জের নবীগঞ্জ প্রতিনিধি,নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক, ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফরজুন আক্তার মনি গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি