ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।। মানুষের অধিকার আদায় করতে গিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও হয়রানির স্বীকার হয়েছি।এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির যথাযথ সম্মান প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনমাস চারদিন কারাগারে ছিলাম।বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নয়,দেশের সন্তান হিসাবে পিতার মর্যাদা রক্ষা করতে কারাবরণ করেছি। আবার সেই রাষ্ট্রকেই বাদী করালো জাতির জনক শেখ মুজিবুর রহমানের অসম্মান ও কটুক্তি কারীরা।এখনও ধারাবাহিক ভাবে চলছে হামলা মামলা। আজও কোনো আত্মীয় স্বজন এর সহযোগিতা নেইনি।অথবা আমার আল্লাহ ছাড়া কারো পা চা-টা করিনি বাঁচার জন্য। আমার জানামতে আমার বাবা একজন সৎ ও আদর্শবান ব্যক্তি।আবারও কথিত বাদী আজাদ আমার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।অনেকে আনন্দে করতালি দিচ্ছে। তার জন্য আমার অন্তর বিন্দু পরিমাণ কাঁপেনি।আমি যদি কোনো অপরাধ করি তার পায় চিত্ত মাথা পেতে নেবো,তবুও আমার আল্লাহ ছাড়া কারো পা চা-টা করতে যাবো না। আর যদি বিনা অপরাধে আবারও মামলা করা হয়, আর ছাড় দেবো না।আমি ছোট বেলা থেকে যে নদীতে সাঁতার কাটি, তার শেষ দেখে ছাড়ি, এটা আমার ব্যক্তিত্ব।আল্লাহ যদি আমার কপালে ফাঁসি লিখে রাখেন,কেউ খন্ডাতে পারবে না। আমাকে মামলার ভয় দেখিয়ে কোন লাভ নেই। ভয়ে কাউকে বাবা ডাকবার মানুষ আমি নই।আমি এতিম হতে পারি, কিন্তু আমার বাবা যাযাবর নন।আমি বাংলাদেশের সন্তান। তাই ন্যায় বিচার পাওয়া আমার মৌলিক অধিকার। তা থেকে যদি বঞ্চিত হই,ভবিষ্যতে বিশ্বের দরবারে বিচার প্রার্থী হবো ইনশাআল্লাহ।বিশ্ব আইনপ্রয়োগকারী সংস্থা সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, গ্রুপ টি শুধু হামলা মামলা নয়,যে কোনো মূহুর্তে আমাকে মেরে ফেলবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি