ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। ১৫ আগস্ট জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস২০২২। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
দিবসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি, সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির, হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধরণ জনগণ।
এরপর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শোক র্যালি সম্পূর্ণ শহর প্রদক্ষিণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় সকলে অংশগ্রহণ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি