আমৃত্যু কেঁদে যায়
ফরজুন আক্তার মনি
আমি কখনও কাঁদি না।
অনুভূতিহীন দেয়ালের মতো
চুপচাপ দাড়িয়ে থাকি।
কথা বলি না,ব্যথা পাই না।
আমার কোনো হাঁসি বা দুঃখ নেই।
শিলার হৃষ্টে ফোটে না ফুল
বসন্তেও।
বুকের ভেতর যার কান্নার শব্দ,
ও আমি নই,ও এক অবুঝ শিশু!
ওর কেমন একলা লাগে,
ও খুব আপনজন খোঁজে,
ভালোবাসার পায়ে লুটিয়ে পড়তে চায়।
ও কেমন অদ্ভুত স্বভাবের
প্রভুর জন্য দিতে পারে প্রাণটাও!
আমি গাছের মতোই অনড়।
হৃদয় পাহাড়ের শিলায় গড়া,
মৃত্যুও আমায় ব্যথিত করে না এতটুকুও!
কে আছে আর কে নেই আমার?
আমার নিজের বলতে কিছুই নেই,
বুকের ভেতর ঝাপটে ধরতে চায়,
ও আমি নই!ও এক অবুঝ শিশু,
ও জানে না!পৃথিবীর কিছুই,
একদিন সব খেলা হবে শেষ ,
একদিন সমস্ত ব্যথার শেষ হবে,
আলো নিভে যাবে দু-চোখে।
আমাদের ভেতরের অবুঝ শিশুটি,
আমৃত্যু কেঁদে যায়,একটু মমতা
আর নিখাদ ভালোবাসার জন্য।
১৬/২/২৪ খ্রিস্টাব্দ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি