নিজেকে ভালবাসা হয়নি
ফরজুন আক্তার মনি
নিজেকে আর ভালবাসতে পারিনি,
বিভিন্ন বিষয়ে যত্নের হ্রাস ছিল বটে!
কবিতার জঙ্গলে এখন নিত্য মোর বসবাস।
শব্দ খোঁজে খোঁজে হেঁটে চলি এক বাসন্তী মনে।
নিজেকে ভালো রাখতে ভুলে গেছি নিয়ম মেনে!
খোলা চুল এলিয়ে,গায়ে জরিয়ে চলি হাজারো বিষাদের রঙ।
দুঃখের সঙ্গে ওঠাবসা চলে এখন অবাধে,
সুখ আহ্লাদ আর ছোট ছোট ইচ্ছে গুলো,
উড়ন্ত মন থেকে ছুটি দিয়েছি বেশ আগে,
নিজেকে আর ভালবাসা হয় না সেভাবে।
গায়ে এখন আর জড়াইনি নীল রঙের জামাটি,
কপালের অগ্রভাগে পরা হয়নি ভালবাসার কালো টিপটি,
মাঝরাতে কষ্ট গুলো আমাকে ভীষণ ভালোবাসে,
শখের ঘুড়িটি নেতিয়ে জল কাদায় গড়াগড়ি খেলে।
তীব্র ব্যথায় ছটফটিয়ে চিত্তে নাচে কালবৈশাখী,
ভালবাসা ভেঙেচুরে কষ্ট নিয়েছে তার আপন নীড়ে।
ভালো আছি বলতে পারি তোমায় হে ধরণী,
ভালবাসতে শিখতে পারব কি না নিজেকে,
কোনো এক চৈত্যের শেষ বিকেলে,
নয়তো কোনো ফাল্গুনীর পাতা ঝরা বিষন্ন প্রহরে।
বাঁচানোর চেষ্টায় যারা উড়ন্ত পাখি,
দেশ ও জাতির স্বার্থে করে ঘাটাঘাটি।
যে মোর ভালো ও বেঁচে থাকার উৎস
সে বিহনে পৃথিবী মোর নিষ্ফল।
১৫/৩/২৪ ইং
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি