ফরজুন আক্তার মনি :-হবিগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে বাঁশের ছাতা মাথায় দিয়ে অংশ নিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।আজ ১লা বৈশাখ ১৪৩১ বাংলা। সারাদিন ব্যাপী জেলা প্রশাসনের আয়োজন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিনটি দিয়ে পালিত হয়েছে ।সকাল ৯ টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রার অগ্রভাগে জেলা প্রশাসক মোছা- জিলুফা সুলতানা ও পুলিশ সুপার মো- আক্তার হোসেন পিপিএম সেবা বাংলার কৃষকের ঐতিহ্য বাঁশের ছাতা মাথায় দিয়ে নেতৃত্ব দেন। এ দৃশ্যটি পথিক, দর্শকদের নজর কাড়ে। অপরদিকে খেলাঘরের এক পিটা উৎসবে যোগ দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অনুষ্ঠানের আয়োজকদের আপ্যায়িত নাড়ু খাওয়ার দৃশ্য ছিলো দৃষ্টিনন্দন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি