সমাজ রীতির বদল হোক
//////////////////কবি
সাংবাদিক ফরজুন আক্তার মনি
পুরুষেরা প্রেম করলে,লোক সমাজে প্রেমিক।
ধনীর মেয়ে প্রেম করলে,লোক সমাজে প্রেমিকা।
গরীবের মেয়ে প্রেম করলে,লোক সমাজে বেশ্যা।
সঠিক নিয়মে সমাজ রীতির বদল হোক।
পুরুষেরা লোভ করলে,লোক সমাজে অ্যামবিশাস।
নারীরা লোভ করলে,লোক সমাজে বেশ্যা।
সঠিক নিয়মে সমাজ রীতির বদল হোক।
পুরুষেরা মদ খেলে,লোক সমাজে স্মার্ট।
নারীরা মদ খেলে,লোক সমাজে বেশ্যা।
সঠিক নিয়মে সমাজ রীতির বদল হোক।
পুরুষেরা নাচলে,লোক সমাজে কালচার্ড।
নারীরা নাচলে,লোক সমাজে বেশ্যা।
সঠিক নিয়মে সমাজ রীতির বদল হোক।
পুরুষেরা ক্লাবে গেলে,লোক সমাজে রিচ।
নারীরা ক্লাবে গেলে,লোক সমাজে বেশ্যা।
সঠিক নিয়মে সমাজ রীতির বদল হোক।
মন্দ যদি মন্দই হয়,সবার জন্যই হোক।
যেনো কেউবা না হয়,
আলালের ঘরের দুলাল বা দুলালী।
সুক্ষ্ম বিবেচনায়
সমাজ রীতির বদল হোক।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি