নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
চট্টগ্রাম নগরের জেএমসেন পূজামণ্ডপে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এর মধ্যে ৯ জনই ছাত্র অধিকার ও যুব পরিষদের নেতাকর্মী।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. নাছির, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মো. রাসেল, মো. মিজান, ইয়ার মোহাম্মদ, গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত, মো. হাবিবুল্লাহ মিজান, মো. ইমন ও মো. ইমরান হোসেন। তাদের মধ্যে ইমরান ছাড়া বাকি সবাই ছাত্র অধিকার ও যুব পরিষদের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মণ্ডপে হামলার ঘটনায় অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ১০ জন হলো ওইদিনের হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী। তারা সামনে থেকে হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। তাদের আজ (শুক্রবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি