স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নির্বাহী সদস্য পদ প্রত্যাহার করে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন মুরাদ আহমদ। গত মঙ্গলবার ২১ ডিসেম্বর
দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২০২২ সালের কার্যনির্বাহী
কমিটির নিবার্চনে কার্য নির্বাহী সদস্য পদে ৩ প্রার্থী সদস্য পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন। যুগ্ম নির্বাচন কমিশনার মো. সরওয়ার শিকদার ও শওকত আলীর কাছে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ নির্বাহী সদস্য পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে সভাপতি পদে প্রার্থীতা বহাল রাখেন। এছাড়াও শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান তাদের সদস্য পদ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
উল্লেখ্য, তফশীল অনুযায়ী ২১ ডিসেম্বর দুপুর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময়সীমা নির্ধারিত ছিল। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর জেলা পরিষদের অধিনস্থ নবীগঞ্জ ডাক বাংলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শীতকে উপেক্ষা করে সকাল থেকে গভীর রাতঅবধি প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন বিভিন্ন পদের প্রার্থীরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি