বাহুবল প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের জয়পুরে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৪১তম ৫ দিন ব্যাপী বার্ষিক উৎসবে যোগ দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন আসছেন। তিনি দুপুর ১২ টায় ওই উৎসবের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবার স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান পালন করা হবে বলে সংশ্লিষ্টজন জানিয়েছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি