ষ্টাফ রিপোর্টার।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে একটি বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই বনরুইটি উদ্ধার করেন বন বিভাগ ও এসইডব্লিউ নামের একটি সংগঠন।
এসময় বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, এসইডব্লিউর খোকন থৌনাউজোম, সোহেল শ্যাম, কাজল হাজরা, সৌরভ প্রসাদ সোম ও রাজিব দেবনাথ উপস্থিত ছিলেন।
বনবিভাগ সূত্র জানায়, স্থানীয় চা শ্রমিক ভুদা বাউড়ির বাড়ি থেকে বনরুইটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি পাহাড়ি ছড়ার পাশ থেকে বনরুইটি ধরেছিলেন।
বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বনরুইটি বর্তমানে লাউয়াছড়া রেস্কিউ সেন্টারে আছে। তার সুস্থতা নিশ্চিত করে অবমুক্ত করা হবে।
সরীসৃপ গবেষক শাহরিয়ার রহমান সিজার জানান, চোরা কারবারিদের কারণে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে। সিলেট ও পার্বত্য অঞ্চলের কিছু বনে এখনো এদের দেখা মিলে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি