.
ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান একজন নারী।গতকাল নারী দিবসে যেন নারীদের নেতৃত্বদানের কথাই সামনে আসছে বারবার।জেলার নয়টি উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করেন ইশরাত জাহান।ব্যক্তিগত জীবনে স্বামীও একজন প্রশাসন ক্যাডারে সচিব।পারিবারিক জীবনে ইশরাত জাহান দুই সন্তানের মাতা।
ইশরাত জাহান হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক হওয়ার আগে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা ও উন্নয়ন- ২) এবং উপ-সচিব (পরিকল্পনা ও উন্নয়ন-৪) (অ.দা.) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একজন নারী হয়ে পরিবার ও চাকুরি এই দুটি বিষয়কে প্রথমদিকে কঠিন মনে হলেও এখন এটি বাস্তব ও স্বাভাবিক।
এ বিষয়ে ইশরাত জাহান বলেন, কাজকে ভালোবাসলে এগিয়ে যাওয়া যায়।আমি হবিগঞ্জের জেলা প্রশাসক হওয়ার পর থেকে মাঠ পর্যায়ে কাজ করতে সর্বাত্মক চেষ্টা করি।অর্পিত দায়িত্ব পালনে যথাযথ চেষ্টার জায়গা থেকেই কাজ করি। একজন নারী সবকিছু পারেন। সমাজের নানান প্রতিবন্ধকতা আছে। কিন্তু নারীরা অদম্য শক্তি ও সাহসে এগিয়ে চলে। আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী।নারীরা জেলা কেন,পুরো দেশটাকে নেতৃত্ব দিচ্ছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি