ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। হবিগঞ্জের নবীগঞ্জ পৌর সভার রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব সাবেক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। তিনি ২৩ মার্চ নবীগজ্ঞ পৌরসভার রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পোর মেয়র আলহাজ্ব ছাব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ওই বিভাগের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন,হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে তিনি নির্মানাধীন একটি ব্রীজের কাজ পরিদর্শন করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি