ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।গতকাল ২ এপ্রিল রোজ শনিবার (২০২২) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ পালিত হয়েছে।বিশ্ব অটিজম ২০২২ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, হবিগঞ্জ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এবং জেলা সমাজসেবা কার্যালয় এর কর্মকর্তাবৃন্দ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ও তাদের অভিভাবকবৃন্দ এবং অন্যান্য সুধীজন। ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই ছিল এবারের প্রতিপাদ্য।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি