স্টাফ রিপোর্টার
দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ এ্প্রিল) বিকেলে হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের মহিমা কমিউনিটি সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ বর্ষপূর্তি পালন করা হয়।
এ সময় সাংবাদিকতায় সাহসী বিশেষ অবদানের জন্য জেলায় কর্মরত ১১ জন সাংবাদিকদের স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করা হয়। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার (ভারপ্রাপ্ত সম্পদাক) নুরুজ্জামান মানিক এর সভাপতিত্বে ও প্রধান প্রতিবেদক আতাউর রহমান ইমরান এবং স্টাফ রিপোর্টার তৌহিদ মোল্লার সঞ্জালনায় অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম,পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এন এম শিবলী খায়ের প্রমুখ ।
অনুষ্ঠানে র শুরুতেরই স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান মানিক। পরে সাংবাদিকতায় সাহসী বিশেষ অবদান রাখায় একে একে ১১জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক আমার হবিগঞ্জ সাহসী ভুমিকা রেখে অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হয়ে সংবাদ প্রকাশ করে আসছে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে জেলায় এক অন্যান্য নজির স্থাপন করেছে দৈনিক আমার হবিগঞ্জ। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ‘দূর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সাহসী ভুমিকা রেখেছে দৈনিক আমার হবিগঞ্জ। ভবিষ্যতে পত্রিকাটির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এন এম শিবলী খায়ের তার বক্তব্যে বলেন,অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে দৈনিক আমার হবিগঞ্জ আজ হবিগঞ্জের বুকে ১ নাম্বার পত্রিকা হিসেবে স্থান করে নিয়েছে । দুর্নীতির বিরুদ্ধে আপোস না করে অনেক রাঘববোয়ালদের মুখোশ উন্মোচন করে দিয়েছে এই পত্রিকা। ফলে দিনের পর দিন গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে দৈনিক আমার হবিগঞ্জ । আশা করি এই ধারা অব্যাহত থাকলে এক সময় হবিগেঞ্জর মাটিতে দুর্নীতি নামক কোনো শব্দ থাকবে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন,বার্তা সম্পাদক তারেক হাবিব,বিশেষ রাজনৈতিক প্রতিবেদক মাহবুবুর রহমান সানী ।
আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন-লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন,লাখাই প্রেসক্লা সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি ও হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের লিয়াজো বিষয়ক সদস্য জীবন আহমেদ লিটন,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান প্রমুখ।
বক্তব্য রাখেন,সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ রাজা,প্রতিনিধি এম এ ওয়াহেদ,জালাল উদ্দিন লস্কর,শামীম আহমেদ,তাপস হোম,শেখ সজীব হাসান,অঞ্জন রায়,মনর উদ্দিন মনির, হৃদয় শাহ আলম,জাবেদুর রহমান,সঞ্জয় দাশ,দৈনিক গণমুক্তির নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরজুন আক্তার মনি,শুভ দাস গুপ্ত,মাহমুদুর রহমান রিমন । অনুষ্ঠানের একফাঁকে ১১জন স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিকদের গলায় স্বর্ণের মেডেল পড়িয়ে দেন অনুষ্ঠানে আসা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ । পরিশেষে অনুষ্ঠানে আসা সকল অতিথিদের নিয়ে এক ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি