নিজেস্ব প্রতিবেদক।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ৬ নং কুর্শি ইউপিতে কুর্শি ইসলামি সোসাইটির উদ্যােগে ১লা মে ২২ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু।
জানা যায়, ১লা মে ২২ নবীগঞ্জের ৬নং কুর্শি ইউপিতে কুর্শি ইসলামি সোসাইটি ৯ বছর যাবৎ চলমান।সংগঠনের নেতারা বিভিন্ন উৎসবে এলাকার বিশিষ্ট সমাজ সেবক দের অনুদানে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এবারও ১লা মে ২২ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সংগঠনের সভাপতি শাহিন খানের সভাপতিত্বে ও মোঃ হাসান মিয়ার পরিচালনায় হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু সহ এলাকার বিশিষ্ট সমাজ সেবক দের অনুদানে অসংখ্য অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে অসংখ্য পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কুর্শি ইসলামি সোসাইটি।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, হবিগঞ্জ জেলার আহবায়ক মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনাতগঞ্জ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও লেখক দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি, বিশিষ্ট সমাজ সেবক কুর্শি ইউপি কৃষকলীগের সভাপতি ও কুর্শি ইউপি মেম্বার দিলবাহার আহমেদ,, মোঃ নোমান আহমেদ সহ অনেকে।প্রধান অতিথি বক্তব্যে জানান কুর্শি ইসলামি সোসাইটি সংগঠন মানব কল্যানে নিয়োজিত। সংগঠনটি এগিয়ে নিতে আমি যথাসাধ্য চেষ্টা করিবো।বিশেষ অতিথিরা উক্ত সংগঠনের উত্তরোত্তর কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্ব শ্রেণি ও পেশার অসংখ্য মানুষ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি