.
স্টাফ রিপোর্টার ঃ আজমিরীগঞ্জে কালনী ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার বদলপুর ও কাকাইলছেও ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। অন্যান্য গ্রামেও পানি ঢুকে পড়ছে।
আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই মুহূর্তে আজমিরীগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর দুই পাড়ের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। তবে ঠিক কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া আজমিরীগঞ্জ শহরের নিচু এলাকায় পানি প্রবেশ করছে। আজমিরীগঞ্জ শহরের নিচু এলাকা এবং উপজেলার বদলপুর ও কাকাইলছেও ইউনিয়নের কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। কাকাইলছেও ইউনিয়নের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৫০টির বেশি পরিবারকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ শহরের আদর্শনগর, জয়নগর পানিতে তলিয়ে গেছে। এই এলাকার লোকজন আজমিরীগঞ্জ সরকারি কলেজ ভবনে আশ্রয় নিয়েছে। সকাল থেকে তাদের জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করছেন সবাই, তবে বৃষ্টির কারণে বেগ পেতে হচ্ছে।
আজমিরীগঞ্জের বাসিন্দা মিলাদ মাহমুদ জানান, আমাদের এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কাকাইলছেও, বদলপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৮ জুন) ভোর থেকে পাহাড়পুর, পিরোজপুর, কাকাইলছেও এবং পৌর সদরের বেশ কটি গ্রাম তলিয়ে গেছে। এ ছাড়া আজমিরীগঞ্জ শহরের নিচু এলাকাগুলোতেও হু হু করে পানি ঢুকছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি