ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।। নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপির করগাঁও গ্রামের মৃত ধন মিয়া চৌধুরীর পুত্র মোঃ মাহমুদ চৌধুরী গত ২০০০ সাল থেকে মাছ চাষ করে আসছেন।তিনি জানান, গত ২০০৪ সালের বন্যায় আমার তিনটি ফিশারি থেকে সমস্ত মাছ বের হয়ে যায়। এতে আমি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছি।এবারও আমার ফিশারিতে বিভিন্ন রকমের মাছ চাষ করেছি,তা বিক্রির যোগ্য হয়েছিল।কিন্তু বিক্রির আনাগোনার মধ্যে শুরু হয় ২০২২ সালের বন্যা।এ বন্যায় প্রায় ৭ লক্ষ টাকার মাছ বের হয়ে গিয়েছে। শুধু তাই নয় বাড়িতে পানি উঠে হাঁসমুরগি ও ৪/৫ টা ছাগলও মারা গিয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি আমার মতো ক্ষতিগ্রস্ত ব্যক্তির দিকে যেনো নজর রাখেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি