ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান গত ২৯জুন ২০২২ বানিয়াচং উপজেলার মুরাদপুর এস ই এস ডি পি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আল খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় ২০০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে ১৩ নং মন্দরী ইউনিয়নের আগুয়া রবিদাসপাড়া, দুলালপুর রাজানগর স্কুল, মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্দরি মডেল উচ্চ বিদ্যালয়, এবং ১০ নং সুবিদপুর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আশ্রিত বন্যাদুর্গত এবং প্রতাপপুর গ্রামের বন্যাদুর্গত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক, কুমিল্লার সহযোগিতায় প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী প্রদানকালে জেলা প্রশাসক জানান যে, জেলায় যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ আছে। তিনি ক্ষতিগ্রস্থ সকলকে ত্রাণ সামগ্রী প্রদান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নির্দেশনা প্রদান করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পি আই ও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি