স্টাফ রিপোর্টার।।।নবীগঞ্জ শহরের বিভিন্ন সিএনজি স্টেশনের ড্রাইভার গ্যাস সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকার কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে।জনগণ দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি’র নিকট বারবার অভিযোগ জানালে তিনি সরেজমিনে সিএনজি স্টেশন ড্রাইভার ও নেতাদের কথা সাথে কথা বলেন।হবিগঞ্জ রোডের সিএনজি স্টেশন ড্রাইভাররা ঐ দিনই সাবেক ভাড়ায় ফিরে আসে।তারা জানায় আপা গ্যাস সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা ছিল, তাই ২/৩ দিন যাত্রী দের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছি।আজ থেকে আমরা যাত্রী দের কাছ থেকে সাবেক ভাড়া ধার্য্য। অন্যান্য রোডে সমঝোতা মেনেছে। কিন্তু নবীগঞ্জ টু আইন গাঁও রোডের সিএনজি সমিতির সভাপতি দুলাল মিয়া সাবেক ভাড়ায় ফিরে আসার বারবার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি।এই রোডের সিএনজি ড্রাইভাররা যাত্রী দের সঙ্গে নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায়ে খারাপ ব্যবহার চালিয়ে যাচ্ছে।তারা রাস্তার দূরত্ব অনুযায়ী দিগুণ ভাড়া আদায় করেও সন্তুষ্ট নন। জনমনে বিরাজ করছে এই রোডে মিশুক চলাচল করলে সিএনজি ড্রাইভার দের ভোগান্তি হ্রাস পাবে।এ বিষয়ে দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি নবীগঞ্জ এসিল্যান্ডের সাথে যোগাযোগ করিলে,তিনি জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি