ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ হবিগঞ্জ জেলা প্রশাসন সভা কক্ষে ‘হাওরের শিশুদের শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এ সংলাপে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। সভাপতিত্ব করেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম এনামুল হক, উপপরিচালক, গণসাক্ষরতা অভিযান। মূল প্রবন্ধ পাঠ করেন ড. মোঃ জহিরুল হক শাকিল, অধ্যাপক, শাবিপ্রবি, সিলেট। তিনি হাওরের শিক্ষা বিষয়ে তাঁর গবেষণালব্ধ ফল উপস্থাপন করেন। প্রধান অতিথি ইশরাত জাহান তাঁর বক্তব্যে হাওর অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। আনুষ্ঠানিক আলোচনা শেষে উন্মুক্ত আলোচনা পর্বে লাখাই উপজেলার ইউএনও মোঃ শরীফ উদ্দিন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ, হাওর বেষ্টিত ইউনিয়নসমূহের ইউপি চেয়ারম্যানগণ, এনজিও প্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং হাওরের পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি