1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত অনলাইন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক মনি নবীগঞ্জে ভূমিহীনে চলছে ত্রাসের রাজত্ব, মুখ খুললেই মেম্বার ও তার লোক চালায় নির্যাতন রসুল গঞ্জ বাজার সেক্রেটারি ছামাদুল হক চৌধুরীর প্রতিবাদ নবীগঞ্জে  ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের প্রতিবাদ  নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন; দ্বিতীয় ব্যাচ আজ শুরু আজাদ কতৃক সাংবাদিক মনি কে জেলে খুনের চেষ্টার অভিযোগ, মারাত্মক আহত।। কী হবে নালিশ করিয়া *কবি -ফরজুন আক্তার মনি সাংবাদিক ইকবাল হোসেনের বাবার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত জেএসকেএফএ-র বিভাগীয় কমিটি অনুমোদন তোফায়েল সভাপতি, আশা সম্পাদক ,সাংগঠনিক রাজু

কী হবে নালিশ করিয়া *কবি -ফরজুন আক্তার মনি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১১৯ বার পঠিত

 

অন্যায়,অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া,
নষ্টদের আক্রমণে জীবন যায় চলিয়া।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

অন্যায়,অবিচার প্রতিরোধ করিতে যাইয়া,
অপরাধীর হাতে নির্যাতিত হইয়া,
নালিশ প্রার্থী অন্ধকারে যায় ডুবিয়া।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

প্রতিবাদ করিয়া অসংখ্য মানুষ,
অন্ধকারে যায় মরিয়া।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

অনেকেই তোমাকে স্মরণ করিয়া,
অন্ধকার কেটে আলোয় ফিরে।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

এ জগতে সত্য ডুবিয়ে,
মিথ্যে আলোয় উজ্জ্বল করে
উল্লাসে নাচ গানে মশগুল।
এ জগতের সাধুরা উপরে বসে,
মিথ্যের তেলে ডুবে পদ হয় উচ্চে।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

তুমি অফুরন্ত শক্তির অধিকারী,
তোমার কিঞ্চিত শক্তি দ্বারা,
ধ্বংস করে দাও অপশক্তি।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

তুমি বিহনে, তোমার এ দুনিয়ায়,
অপশক্তি ধ্বংস সম্ভব নহে।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

অত্যাচারে অতিষ্ঠ হয়ে,
নালিশ প্রার্থীরা অন্ধকারে দ্রুত নিমজ্জিত।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

তোমার এ দুনিয়ায় অসংখ্য নির্যাতিত মানুষ,

বিচার প্রার্থী হলেই অবিলম্বে নির্যাতিত।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

সম্মুখ সারিতে যুদ্ধ করিলে,
নানা কলংকের কালি দেয় মাখিয়ে।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

আমাদের নেই সৌন্দর্য ও টাকার পাহাড়,
নালিশ গ্রহণকারীর নিকট মোরা অযোগ্য।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

অপশক্তির অত্যাচারে পৃথিবী জ্বলন্ত শিখা।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

যাবতীয় অপশক্তি ধ্বংস করিয়া,
পৃথিবী করে দাও মাবুদ ঠান্ডা।

ওগো আল্লাহ তোমার এ দুনিয়ায়,
কী হবে নালিশ করিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller