ফরজুন আক্তার মনিঃ-
ঢাকা,সোমবার,১৯ জুন,২০২৩: জামালপুর জেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকার বিভাগ আজ সোমবার বিকেলে সাময়িক বরখাস্ত করেছে। উক্ত বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।
উল্রেখ্য,আজ ১৯ জুন সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মন্ত্রী তাজুল ইসলাম বরাবরে চেয়ারম্যান মাহমুদুুল আলম বাবৃকে অপসারণের জন্য স্মারকলিপি পাঠানো হয়। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ সোমবার বিকেলে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। উক্ত চেয়ারম্যান বর্তমানে জেল হাজতে আছেন।
এদিকে হত্যাকান্ডে জড়িত ইউপি চেয়ারম্যান বাবুকে বরখাস্ত করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।
সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, চেয়ারম্যান বাবুর বহিষ্কার আদেশ সাংবাদিকদের প্রাথমিক বিজয়; দ্বিতীয় বিজয় হচ্ছে সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সাথে সকল আসামীকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো। নাদিম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি