1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেমনে খুলি মুখ, কবি- ফরজুন আক্তার মনি উদ্ধারে মহীয়সী এক নারী,কবি- ফরজুন আক্তার মনি হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মন্নাফের ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে প্রতারণার অভিযোগে আজাদের ১ম স্ত্রী চাকুরী থেকে সাময়িক বরখাস্ত ১৮ টাকা খরচে দেখা যাবে প্রিয়তমা’র ছবি ভারতেও মুসলমানের আক্রমণের ভয়ে হিন্দুত্ববাদ জেগে উঠছে,তাসলিমা নাসরিন নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ২ নবীগঞ্জে জমি জোরে দখল করার চেষ্টা, এবাদ গণের বিরুদ্ধে থানায় অভিযোগ নবীগঞ্জে ডিসির সঙ্গে বিভিন্ন সেক্টরের মতবিনিময়,সুশীল সমাজের উপস্থিতি নেই নবীগঞ্জে রাস্তা বিরোধের জেরে খালিছ ও আবু লেইছ কতৃক জাহাঙ্গীর কে হত্যার চেষ্টার অভিযোগ

নবীগঞ্জে জমি জোরে দখল করার চেষ্টা, এবাদ গণের বিরুদ্ধে থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৪২ বার পঠিত

 

ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ১১ নং গজনাইপুর ইউপিতে জোরে বলে অন্যায়ভাবে বিবাদীরা জমি দখলের চেষ্টার ঘটনার অভিযোগ পাওয়া যায়।

সুত্রে জানা যায়, নবীগঞ্জের ১১ নং গজনাইপুর ইউপির কায়স্থ গ্রামে মোঃ মুকিত মিয়ার মালিকানা জমি দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত হুছন উল্লার পুত্র এবাদ মিয়া(৬৫) গণ জোরে বলে অন্যায়ভাবে জোরপূর্বক দখল করার চেষ্টা করিয়া আসিতেছে।বিগত ২০১৩ সালে বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিস ৫৬২/১৩ নং মামলা দায়ের করেন মোঃ মুকিত মিয়া।বিজ্ঞ আদালত সহকারী কমিশনার ভূমি নবীগঞ্জ কে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।তদন্ত প্রতিবেদন মোঃ মুকিত মিয়ার পক্ষে বিজ্ঞ আদালতে দাখিল করেন সহকারী কমিশনার ভূমি নবীগঞ্জ। অতঃপর উক্ত বিবাদী গণ বিজ্ঞ আদালতে জবাব দাখিলে, উক্ত সম্পত্তিতে তাদের কোন দাবি দাওয়া নেই মর্মে এক লিখিত আপোষ নামা দাখিল করিলে, বিজ্ঞ আদালত মামলা টি আপোষ গণ্যে খারিজ করেন। তারপরও এলাকার চেয়ারম্যান,মেম্বার ও মুরব্বিদের মাধ্যমে ফরাইজ হিসাবে মোঃ মুকিত মিয়ার নিকট থেকে নগদ এক লক্ষ টাকা অঙ্গিকার নামার মাধ্যমে নিয়েছে। এতেও বিবাদী গণ ক্ষান্ত হয়নি।বিগত ২০১৮ সালে সহকারী জজ আদালতে উক্ত নালিশা ভূমিতে,ভূমি মালিক মোঃ মুকিত মিয়া কে বিবাদী করে নিষেধাজ্ঞার দাবিতে একখানা স্বত্ব মামলা করে যাহার সিআর মামলা নং ৪৪/১৮।দায়েরকৃত মামলায় হারার ভয়ে বিবাদী গণ গত ২৪/০২/১৯ খ্রিস্টাব্দ ঐ আদালতে মোকদ্দমা টি নন প্রসিকিউশনে খারিজ হওয়ার জন্য আবেদন করিলে,তার প্রেক্ষিতে খারিজ হয়।এতেও ক্ষান্ত না হয়ে আবারও বিবাদী মোঃএবাদ মিয়া তার ভাগনা শামত আলী কে দিয়ে ভূমির মালিকানা ও দখল পাওয়ার জন্য বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি স্বত্ব মামলা দায়ের করে, যাহার সিআর স্বত্ব মামলা নং ৩৪১/২১।সেই মামলাটি ভূমি মালিক মোঃ মুকিত মিয়ার পক্ষে রায় হওয়ার পরও বিবাদী গণ ক্ষান্ত হয়নি। আবারও উক্ত নালিশা ভূমি জোর পূর্বক দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে মোঃ মুকিত মিয়া নিরুপায় হয়ে গত ১৭/০৮/২৩ খ্রিস্টাব্দ নবীগঞ্জ থানায় আইনী সহযোগীতা চেয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগ তদন্তে আছেন গোপলা বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ শামসুূদ্দিন খাঁন।মোটো ফোনে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller