ফরজুন আক্তার মনি :-গত ১৪/১১/২০২৩ ইং রোজ মঙ্গলবার হবিগঞ্জ শিল্প কলা নিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন পরিচালিত জেলার ২০১৯-২০ অর্থ বছর খামার প্রতিষ্ঠা কারী ইমামদের নিয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার ইসলামিক ফাউণ্ডেশনে উপ-পরিচালক মোঃ মনিজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -১ আসনের এমপি এড আবু জাহির, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পৌর মেয়র আতাউর রহমান সেলিম। আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা গণ ইসলাম ও মুসলমানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনার একপর্যায়ে নিরীহ ইমাম সমাজের ন্যায্য দাবি দাবা তুলে ধরে সরকারের নজরে দেয়ার জোর দাবী জানান। আর এ- দাবির পেক্ষিতে প্রধান অতিথি এমপি এড আবু জাহির বক্তব্যে জানান আগামী নির্বাচনে জয়ী হলে তা পূরণের চেষ্টার করব ইনশাআল্লাহ। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমাম দের মধ্যে পুরুষ্কার হিসেবে ২১,৮০০ টাকার চেক ও সম্মাননা পদক হাতে তুলে দেন। এদের মধ্যে নবীগঞ্জ উপজেলার কাজী এম এম শাহেদ মিয়া জেলা শ্রেষ্ঠ খামার (কৃষিবীদ) প্রতিটাকারী হিসেবে প্রথম স্থান অর্জন করে পদক সম্মাননা ও পুরুষ্কারে ভূষিত হন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি