সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন, সম্পাদক নুরফল মিয়া ও সাংগঠনিক সামছুল আলম লস্কর।
ষ্টাফরিপোর্টার।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং উপজেলা শাখার সন্মেলন সাজ সাজ রবে, ঝাঁকজমক পূর্ণ ভাবে উদযাপন করা হয়েছে। সন্মেলন স্হল যেন সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৩ নবেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন বাংলাদেশ প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে এ সন্মেলন অনুষ্টিত হয়।
বানিয়াচং উপজেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য জনাব ইমরান মিয়া, উদ্বোধক ও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জনাব আব্দুল কাদির কাজল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মঞ্জিল মিয়া,সাংবাদিক ফরজুন আক্তার মনি,আব্দুল হান্নান, ফকির হেলাল,
নুরুল আমিন খান, মোসাহিদ জমাদার, সামছুল আলম লস্কর, খন্দকার এখলাছ উদ্দিন, সাংবাদিক আবু হানিফ বিন সাঈদ, কোরআন তেলাওয়াত ও বক্তব্য রাখেন মোজাক্কির হোসেন, মোহন চৌধুরী, মৌলাদ হোসেন, এমদাদুল হক, জানু আক্তার সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরফল মিয়া ও নওশাদ ইসলাম অনিক। সন্মেলনে ব্যাপক আলোচনা সভা শেষে সিনিয়র সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টনকে সভাপতি, মোঃ নুরফল মিয়া সাধারণ সম্পাদক ও সামছুল আলম লস্কর কে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং উপজেলা কমিটি ২ বছরের জন্য অনুমোদন দিয়ে উপস্থিত সকলের সামনে ঘোষণা দেন হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ। সন্মেলন শেষে ফকির হেলাল এর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি