ফরজুন আক্তার মনি, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা একটি প্রভাবশালী ও ঐতিহ্যবাহী পৌর শহর ও গ্রামাঞ্চল।জেলা শহর অনুসন্ধান করে দেখা যায় শীতকালীন সবজির দাম প্রতি কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমলেও নবীগঞ্জের পৌর শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের ছোট বড় সব বাজার গুলোতে শীতকালীন সবজির দাম বাড়তি।এতে বিপাকে দিনমজুর সহ সাধারণ জনগণ।নিম্ন শ্রেণির মানুষ জানায়,শীতকালীন সবজির দেখলে ক্রয় করার জন্য অনেক লোভ হয়,কিন্তু অতিরিক্ত দামের জন্য ক্রয় করতে পারিনি।মাঝেমধ্যে ছোট বাচ্চারা শীতকালীন সবজি খেতে কান্নাকাটি করিলেও তাদের চাহিদা বাবা মা হয়ে পূরণ করতে পারি না।নবীগঞ্জের সবজির বাজারে নতুন আলু প্রতি কেজি ৭০/,লুবিউরি প্রতি কেজি ৬০/,ফুলকপি প্রতি কেজি ৬০/,সীম প্রতি কেজি ৬০/,শালগম প্রতি কেজি ৫০/সাতকরা ১৫০-২০০/ পিস, টমেটো প্রতি কেজি ৮০/, আঞ্চলিক নাম কচুর মুকি প্রতি কেজি ৮০/ সহ বিভিন্ন জাতের সবজি অতিরিক্ত দামে বিক্রি করে যাচ্ছেন সবজি ব্যবসায়ীরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি