ফরজুন আক্তার মনি,হবিগঞ্জে পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে গত ১০ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৪ টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১, পাইকারি এলসি পেঁয়াজের মূল্য প্রতি কেজি ১২০ টাকা। ২, খুচরা এলসি পেঁয়াজের মূল্য ১২৫ টাকা। ৩, পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতা ১ বা ২ বস্তার বেশি পেঁয়াজ এক সাথে ক্রয় করতে পারবে না। ৪, ক্রেতারা খুচরা বিক্রেতার নিকট হতে এক সাথে ১ কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবে না। হবিগঞ্জের সর্ব শ্রেণি পেশার মানুষ স্বস্তি পেয়ে জেলা প্রশাসক দেবী চন্দের প্রয়োজনীয় পদক্ষেপ কে সাদুবাদ জানিয়েছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি