হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত নবীগঞ্জ সরকারি কলেজ।কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোঃ ফজলুর রহমান গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখে অধ্যক্ষ পদে যোগদান করেন।উক্ত তারিখে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলী কলেজের বিভিন্ন খাতে কি পরিমাণ টাকা আছে তা তথ্য প্রমাণ সহ বর্তমান অধ্যক্ষের নিকট হস্তান্তর করেন।গত ৮ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ কলেজটি সরকারি করণের গেজেট প্রকাশ করা হয় এবং ৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন বলে নিয়োগ প্রদান করা হয়।নিয়োগ প্রজ্ঞাপন বলে শিক্ষক কর্মচারীগণ গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সরকারি পদে যোগদান করলেও এখন পর্যন্ত তাদের বেতন ভাতা বাবদ সরকারি বরাদ্দ আসেনি।কর্মচারীদের মধ্যে দুজন নিয়ম মেনে তাদের স্ব স্ব পদে যোগদান করেননি।তাদের মধ্যে একজন হলেন নবীগঞ্জ উপজেলা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম অপর জন আমেরিকা প্রবাসী মোঃ সুনাম উদ্দিন।কলেজের অধ্যক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লিখিত নির্দেশ মোতাবেক কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এবং সরকারি নির্দেশ মোতাবেক আর্থিক কার্যাবলী পরিচালনা করেন বলে জানা যায়। কলেজের অধ্যক্ষের দক্ষতায় কলেজে শিক্ষক পরিবেশ উন্নত হয়েছে এবং কলেজে বহিরাগত প্রবেশ করতে পারছে না।নিয়মিত ক্লাস হচ্ছে এবং সাধারণ ছাত্রছাত্রী নতুন অধ্যক্ষ কে পেয়ে অত্যন্ত আনন্দিত।