জিনাত খান ঃ হবিগঞ্জে শিল্পায়নে পানিদূষণে এলাকার জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। পানিতে গোছল সহ পরিবারের সব কাজ বন্ধ তদোপরি ভয়াবহ রোগ ছড়াচ্ছে । এ বিষয়ে কথা বলেন সিভিল সার্জন নুরুল হোসেন, হবিগঞ্জের মাধবপুর থেকে মেঘনা নদী পর্যন্ত ৫৫ কিলোমিটার নদীপথের এলাকাতে চর্মরোগ, ক্যান্সার, সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। মাধবপুরের ছাতিয়াইন খালের দূষণ খড়কির গাঙ হয়ে এক অংশ তিতাস এবং ওপর অংশ খাস্টি নদী ও মেঘনা হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে এলাকার মানুষ ফুসে উঠেছে। করছে মানববন্ধন ও সভা-সমাবেশ।
বক্তারা বলেন, কলকারখানার অপরিশোধিত বর্জ্য নিক্ষেপের কারণে সাম্প্রতিককালে ছাতিয়াইন খাল চরম ভাবে দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধের জন্য বাড়ি-ঘরে থাকা যাযনা। শ্বাস-প্রশ্রাস নিতে কষ্ট হয়। খালটিতে দূষিত কালো রঙের বর্জ্য এর স্তর খুব গাঢ় হয়ে আছে। এক সময় এই খালের উপর নিভর্রশীল ছিল এলাকার কৃষক। এখন কৃষিকাজসহ পানি ব্যবহারকারীরা পরেছেন মারাত্মক বিপাকে। ছাতিয়াইন খালের দূষণ খড়কির গাঙ হয়ে এক অংশ তিতাস এবং ওপর অংশ খাস্টি নদী ও মেঘনা হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে কথা বলেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও ‘ হাওর রক্ষায় আমরা’ তোফাজ্জল সোহেল আমরা আন্দোলন করতেছি। কতটুকু কাজ হবে বুঝি না।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি