নিজস্ব প্রতিবেদক : দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি’র ফেইসবুকে শান্তির বার্তা আজ প্রকাশ করেছেন। তা হুবহু তুলে ধরা হল;-
যখন ছোটো ছিলাম এত কিছু নিয়ে ভাবতে যেতাম না।২০১৯ সালের আগস্ট মাস থেকে বৈরী কতৃক এক নারীকে খুশি করিতে কিছু লোকাল আওয়ামিলীগ নেতাদের সহযোগিতায় আমি বারবার কারাবরণ করেছি।তবে তখন ইতিহাস স্মরণ করে সবুর করে মনকে শান্তনা দিয়েছি।হয়তো আমার মতো হাজারো জনতা ইতিহাস পড়ে সবুর করেছেন।আমি কোনো রাজনৈতিক দলেও যুক্ত ছিলাম না,তারপরও আমাকে নির্যাতন নিপীড়নে নিঃশ্বাস ফেলতে দেয়নি তারা।হয়তো আমার মতো কষ্ট কেউ পায়নি।এছাড়াও উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে আমার বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে বারবার রেজুলেশন পাস করা হয়েছে যা ইতিহাসে সূর্যের আলোর মতো আলোকিত।মহান আল্লাহ সঠিক বিচারক তাই লোকাল ভাবেই তাদের পতন ঘটেছে সঙ্গে তাদের পাপে সরকারেরও পতন হল।ইতিহাস পড়ে দেখলাম অতি তরঙ্গে নদীর দুটি পারই ভেঙে গিয়েছে।আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তিই সর্বোচ্চ নয়।আল্লাহ চাইলে এক নিমিষেই সব ধ্বংস করিতে পারেন।আমি একজন ছাত্রী হিসাবে কোটা সংস্কার আন্দোলনে অসুস্থ শরীরে ঢাকায় গিয়ে অংশ গ্রহণ করেছি কিন্তু দেশপ্রেমিক হিসাবে দেশের অশান্তিতে যুক্ত হইনি।আমি জানি পৃথিবীতে সবচেয়ে বড় হল মানুষের অভিশাপইতিহাসের বিপ্লব ঘটানো ছাত্রদের বিশাল দেশপ্রেম ছিল,তাই তারা কখনও অশান্তি না করে জনগণের নিরাপত্তার কথা ও দেশের কথা সবসময় ভেবেছেন।আমরা দেশ ও দেশের জনগণের শান্তির পক্ষে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি