স্টাফ রিপোর্টার:- বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন , আন্তজার্তিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না।ভারতের সঙ্গে আমাদের কয়েকটি নদী নিয়েতো চুক্তি আছেই।কিন্তু যদি চুক্তি নাও থাকে তবুও আন্তজার্তিক আইনের কিছু নীতি আছে ।ইচ্ছে করে আপনি কারও ক্ষতি করতে পারবেন না।গতকাল (২৩ আগষ্ট ) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার ঝুকিপূর্ণ বাঁধের মধ্যে কিছু ঝুঁকি পূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশনের জবাবে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন , অস্বাভাবিক বৃষ্টিপাত হলে উজানের দেশ ভাটির দেশকে জানানোর কথা ,পানি ছাড়ার দরকার হলেও জানানো হয় । একটু জানিয়ে দিলে প্রস্তুতি রাখা যায়।মানুষ জনকে সরিয়ে নেওয়া যায় ।সেটি এবার প্রতি পালিত হয়নি । এবার থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে , সেরকম সবকটি ব্যাপারে যেন আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশকে জানানো হয় । সে বার্তা পৌছানো হবে । এর আগে তিনি হবিগঞ্জ সার্কিট হাউজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী , সরকারি কর্মকর্তা ও পরিবেশ আন্দোলন কারীদের সঙ্গে মতবিনিময় ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। পরে তিনির জন্ম ভূমি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে ঐতিহাসিক নরপতি সাহেব বাড়ীতে অবস্থান নেয় এবং সেখানে উপজেলার সকল প্রশাসনের সাথে মতবিনিময় ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ।এর পর তিনির আত্মীয় ও পারা প্রতিবেশী সাথে দেখা সাক্ষাৎ করেন এবং চাচাতো ভাই সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান এর বাসায় আপায়ন করেন । খাওয়া দাওয়া শেষে তিনি বাবা সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ মহিবুল হাসান এর কবর জিয়ারত করার পর মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে জিয়ারত করতে যান কিন্তু দরবার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমগণ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো পর তরপ রাজ্য বিজয়ী ১২০ আউলিয়া সেনাপতি মাদনী হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) পূর্ব – পশ্চিম রওজা শরীফে জিয়ারত করেন এবং জিয়ারতে সময় উপস্থিত ছিলেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশতী সফি সহ সকল খাদেমগণ । এছাড়া সার্বিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন । উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) এর উত্তরসূরী বংশধর।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি