এই সোনার বাংলায় সোনার মানুষ চায় সাধারণ জনগণ।আমরা জনপ্রতিনিধি নয়,তবে সাধারণ জনগণের মধ্যকার সমাজের আলো ও প্রতিভা।একটি প্রতিভা কখনও নিজের স্বার্থের কথা চিন্তা করে না।মগ্ন থাকে সমাজ,রাষ্ট্র বা বিশ্বের সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে।তাই নিজের জীবন বাজি রেখে অসহায় নিরীহ নির্যাতিত নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়ে ক্লান্তি মুখে হাসি ফুটানোর চেষ্টা করি।তার মধ্যে অকৃতজ্ঞ ও স্বার্থপর’রা ঘাড় ছেঁড়ার চেষ্টা করে এবং যাঁরা উপকারীর উপকার স্বীকার করেন তারা নামাজ পড়ে দোয়া করেন।মানুষের মধ্যে সৃষ্টি হওয়া বন্ধন টুকুই ভালোবাসার পুঁজি মনে করে মন কে শান্তনা দিয়ে জনকল্যাণে নিজেকে উজাড় করি।যখন কোনো নির্বাচন আসে,তখন সেই পুঁজি টুকু বিনামূল্যে একজন জনপ্রতিনিধি কে দান করে তাকে বিজয়ী করে চেয়ারে বসানোর চেষ্টা করি।মনে একটা টার্গেট বিরাজ করে,তিনি নিশ্চয় অসহায় নিরীহ নির্যাতিত নিপীড়িত জনগণের পাশে থাকবে।অবশেষে বিনিময়ে তাদের কাছ থেকে পাওয়া হয়,অবৈধ ক্ষমতার দাপট।সেই দাপটে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে সাধারণ জনগণ ও বিনামূল্যে বিলিয়ে দেওয়া প্রতিভা।তখন দৃশ্যমান হয়,ধর্ম,বর্ণ,শ্রেণির কোনো সন্ধান নেই,দেখা যায় শুধু মীরজাফরের চেয়েও ভয়ংকর রুপ।তখন মানুষ দিশাহীন হয়ে পড়ে।বাঁচার কোনো রাস্তা খোঁজে না পেয়ে,বাঁচার স্বপ্ন নিয়ে একজন ডিসি এসপি গণের স্মরণাপন্ন হয়।সেই সেক্টরে যদি কোনো মানবিক ডিসি এসপি থাকেন,তখন ঐ সব ব্যক্তিগণ বেঁচে থাকার অনুভূতিটা অনুভব করে।অনেক জায়গায় দেখা যায় মানবিক ডিসি এসপি গণের বিরুদ্ধে কতই মিথ্যে বানোয়াট অভিযোগ”! তাই একজন মানবিক ডিসি এসপি কে অবৈধ ক্ষমতার দাপটে কলুষিত করতে চায় অবৈধ ক্ষমতা।তাই মাননীয় প্রধানমন্ত্রী অসহায় নিরীহ মানুষের বন্ধু ও স্বপ্ন দেখার রুপকার জননেত্রী শেখ হাসিনার নিকট একটাই দাবি অবৈধ ক্ষমতার দাপট থেকে সাধারণ জনগণের বন্ধু মানবিক ডিসি এসপি কে রক্ষা করবেন।আমরা নির্যাতিত নিপীড়িত সাধারণ জনগণ মানবিক ডিসি এসপি গণের পাশে জীবন বাজি রেখে হলেও থাকবো ইনশাআল্লাহ।
অনুরোধক্রমে
ফরজুন আক্তার মনি
প্রতিষ্ঠাতা সভাপতি
বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা।
সভাপতি
ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, হবিগঞ্জ জেলা শাখা।
সম্পাদক ও প্রকাশক
দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভি.কম
সাধারণ সম্পাদক
নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি