আশরাফ আহমেদ হারুন,বিশেষ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলা আঞ্চলিক , জালালাবাদ গ্যাস অফিসে , বিল বই আনতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে সাধারণ গ্রাহক,
পর্বের কোন ঘোষণা ছাড়াই, এবং গ্রাহকের মতামতের উপর জরিপ না করেই হাতিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন অংকের জামানতের, টাকা,এই বিষয়ে দ্বায়িত্বরত কর্মকর্তা কে আমি প্রশ্ন করি, যদি সরকারি নিয়ম অনুযায়ী ভারতী টাকা নিতে হয় তাহলে, , রাষ্টের নিয়ম অনুয়ায়ী সরকারি নির্দেশ পত্র, ( পোগ্রাপন) দেখান, কিন্তু দুঃখের বিষয় হল এমন কোন কাগজ পত্র, ডকুমেন্টস দেখাতে পারে নি,এখন প্রশ্ন হল সকল গ্যাস গ্রাহক উপর, কোন যুক্তিতে, এই ভারতী জামানতের টাকা নেওয়া হচ্ছে,,আমরা সবাই লাইন নেওয়ার সময় জামানতের টাকা জমা দিয়ে, সার্ভিস চালো করছি,, যে জায়গায় দেশের মানুষ কঠিন মহামারি মধ্যে জীবন জীবিকা নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে আছে, সেখানে এই ভারতী টাকা আমার মতে, মরার উপর কারা গা
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি