মোঃ আলী হোসেন, নবীগঞ্জ থেকে।। হবিগঞ্জের নবীগঞ্জ
উপজেলা পরিষদের বরাদ্দকৃত দেড়লক্ষ টাকা ইটসলিং কাজে ঠিকাদার অনিয়ম দূর্নীতি ও পুকুর চুরির ন্যায় নয়ছয় কাজ করায় উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার জয়নাল আবেদীন ।
অভিযোগ সূত্রে জানা যায়—-
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের সঈদপুর টু ইনাতগঞ্জ সড়ক হতে চলিতাপুর রফিক উল্লার বাড়ি পর্যন্ত, নবীগঞ্জ উপজেলা পরিষদের দেড়লক্ষ টাকা বরাদ্ধ হয়। ওই বরাদ্দে ২শ ৮০ ফুট রাস্তার কাজের দায়িত্বভার গ্রহন করে বদরুজ্জামান চৌধুরী এন্টারপ্রাইজ।
কিন্তু: ঠিকাদার স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি, ইউসুফ আলীর পরামর্শ ও সহযোগীতায় উল্লেখিত স্থানে
কাজ না করে অন্যএ স্থানে রাতের আধারে তড়িঘড়ি করে নামে মাত্র কাজ করে, টাকা পকেটস্থ করেছে। নিম্নমানের কাজ করায় এ যেন পুকুর চুরির ন্যায় নয়ছয় হয়েছে। উক্ত বিষয়টি খতিয়ে দেখতে ঠিকাদার ও ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলাকাবাসীর পক্ষ থেকে ২২ আগস্ট উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় চলিতাপুর গ্রামের,
মোঃ আব্দুল জলিলের পুত্র মোঃ জয়নাল আবদীন। এব্যাপারে জয়নাল আবদীনের কাছে, জানতে চাইলে তিনি বলেন,
কাজে অনিয়ম দুর্নীতি হয়েছে, কাজের টিকাদার কে আমরা চিনিনা। কাজ করতে দেখেছি ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, ও তার লোকজন কে। এ কাজে জেনেছি এবং বুঝেছি।
টাকা আত্মসাৎ সহ কাজে নয়ছয় হয়েছে।
এজন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান-অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি