ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সাবেক এমপি মুনিব চৌধুরী বাবু’র ফিসারিতে কর্মরত অবস্থায় কুর্শিগ্রামের যুবলীগ কর্মী ও সিএনজি ড্রাইভার জাহাঙ্গীর (৩২)কে গত ১৯/০৭/২১ ইং তারিখ রোজ সোমবার হত্যা করা হয়েছে। তার পরিবার ও বিভিন্ন মহলের দাবি সাংবাদিক সরোয়ার শিকদার ও তার স্বজনরা জাহাঙ্গীর কে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।উক্ত হত্যার বিচারের দাবিতে শ্রমিক সংগঠন কর্তৃক আয়োজিত একটি বিশাল মানববন্ধন করা হয়েছে।
জানা যায়,
নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের আঃ মতিনের পুত্র যুবলীগ কর্মী মোঃ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সিএনজি চালিয়ে সংসার পরিচালনা করছে।জাহাঙ্গীরের পরিবারের লোকজন ও বিভিন্ন মহলের লোকজন জানান,
ইদানীং লকডাউনে পরিবার চালাতে কষ্ট ও সাংবাদিক প্রভাবশালী পরিবারের ভয়ে হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর ৯ নং বাউশা ইউনিয়নে অবস্থিত ঘুঙ্গিয়াজুড়ি হাওরে একটি ফিসারিতে চাকুরী নেয়।পেটের দায়ে ও সাংবাদিক প্রভাবশালী পরিবারের ভয়ে সে ঘুঙ্গিয়াজুড়ি হাওরে ফিসারিতে নিয়মিত বসবাস শুরু করেছে।গত ৩০/১২/২০ ইং তারিখেও জাহাঙ্গীর বাজার থেকে আসার সময় রাফু মিয়ার বাড়ির সামনে সাংবাদিক সরোয়ার শিকদারের লোকজন হত্যার উদ্দেশ্যে কুব মারিলে জাহাঙ্গীর হাত দিয়ে ফেরানোর চেষ্টা করলে বাম হাতের বুড়ি আঙ্গুল হার কাটা গ্রিভিয়াস জখম হয়।
গত ১৯/০৭/২১ ইং তারিখ রোজ সোমবার জাহাঙ্গীর কে তার দুচোখ নষ্ট করে পুরুষাঙ্গ সহ শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম করে অর্ধেক শরীর মাটিতে ও গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।নবীগঞ্জ থানা পুলিশ কে জানানো হলে এসব আলামত পাওয়ার পরও প্রাথমিক ধারণা দেন আত্মহত্যা।সাংবাদিক সরোয়ার শিকদার ও তার স্বজনদের প্রভাবে জাহাঙ্গীরের পরিবার ও শ্রমিক নেতারা এ বিষয়ে সংবাদ প্রকাশ করাতেও ব্যর্থ হয়েছে।নিরুপায় হয়ে ক্ষুব্ধ জনতা,শ্রমিক সংগঠন ও জাহাঙ্গীরের পরিবার গতকাল ০৫/০৯/২১ ইং তারিখে শ্রমিক সংগঠন কর্তৃক আয়োজিত একটি বিশাল মানববন্ধন করেন বিশ্ব রোডের আউশকান্দি কিবরিয়া চত্বরে সামনে।এতে তারা জানান প্রভাবশালী সাংবাদিক ও তার স্বজনদের প্রভাবে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়েছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি