ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক)।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ১১নং গজনাইপুর ইউপির ১নং ওয়ার্ডে কায়স্থ গ্রাম বাজার থেকে শতক পর্যন্ত এলজিইডি বরাদ্দ কৃত রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকা বাসীর পক্ষ থেকে দায়ের করেছে গত ০৩/১০ /২১ ইং তারিখ রোজ রবিবার ১নং ওয়ার্ডের মোঃ মকসদ আলীর পুত্র সুমন মিয়া (৩২)।
জানা যায়,নবীগঞ্জের ১১ নং গজনাইপুর ইউপির ১ নং ওয়ার্ডে কায়স্থ গ্রাম বাজার থেকে শতক পর্যন্ত সরকারি রাস্তার নির্মাণ কাজ এলজিইডি বরাদ্দ থেকে শুরু হয়েছে।এলাকার লোকজন ও অভিযোগ কারী দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি. কম কে জানান এই কাজে নেতৃত্ব দিচ্ছেন ১ নং ওয়ার্ড মেম্বার বকুল মিয়া ও যুবলীগ সদস্য ২ নং ওয়ার্ডের আঃ গফুরের পুত্র রুহেল মিয়া ও মোগা মিয়ার পুত্র অয়তুন মিয়া সহ কিছু লোকজন।রাস্তাটি ১৮ ফুট হলেও কোথাও কাজ হচ্ছে ১৩ ফুট আবার কোথাও ১২ ফুট।এই অনিয়মের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ০৩/১০/২১,ইং তারিখ রোজ রবিবার অভিযোগ দায়ের করে মকসদ আলীর পুত্র সুমন মিয়া।এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নিকট জানতে চাইলে, তিনি জানান অভিযোগ টি পেয়েছি এবং pio কে তদন্তের ভার দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্তে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইউপি সদস্য বকুল মিয়ার নিকট জানতে চাইলে, তিনি জানান সরকারি রাস্তা সব দিকেই সমান।সামনে নির্বাচন প্রতিপক্ষ থাকতেই পারে।রুহেল মিয়া কে ফোন করা হলেও রিসিভ করেনি।অয়তুন মিয়া জানায়, এ ব্যাপারে আমি কিছুই জানি না।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি