ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। নবীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকার প্রতিনিধিদের সাথে বিগত ২৯ ডিসেম্বর ২০২১ ইং অনুষ্ঠিতব্য নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি প্রার্থী ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ এর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ জানুয়ারী) সন্দ্যায় নবীগঞ্জ উপজেলার ওসমানী সড়কের আরজু হোটেলে অনুষ্ঠিত উক্ত অবহিত করণ সভায় সাংবাদিক মুরাদ আহমদ উপস্থিত সাংবাদিকদেরকে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ও নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক অনিয়মের প্রেক্ষিতে নির্বাচন পরবর্তী সময়ে আদালতে মামলা দায়েরসহ প্রেসক্লাবের নির্বাচন সংক্রান্ত বিস্তারিত বিষয় অবহিত করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম সালাম, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক আশাহীদ আলী আশা, প্রেস ক্লাব সদস্য মোঃ আবু তালেব, এটিএম জাকিরুল ইসলাম, মোঃ নাবেদ মিয়া, নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, সাংবাদিক ইকবাল হোসেন তালুকদার, মোফাজ্জল ইসলাম সজীব, মিলাদ হোসেন সুমন, মোঃ সাগর মিয়া,নিরব তালুকদার, জাফর ইকবাল প্রমূখ।
উপস্থিত সিনিয়র সাংবাদিকগণ গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মসহ নির্বাচন কমিশনের নানা অনিয়মের বিষয়ে গঠনমূলক সমালোচনা করেন। তারা বলেন, যেহেতু প্রেস ক্লাবের নির্বাচনের অনিয়মের বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে। তাই এ ব্যপারে তারা কিছু বলবেন না আদালতের মাধ্যমেই এর সমাধান হবে। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের হওয়ার কারণে সকলকে আদালতের প্রতি সম্মান রেখে আদালতের রায়ের অপেক্ষা করার জন্য সাংবাদিকদের প্রতি আহব্বান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি