ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের নবীগঞ্জে ১১ নং গজনাইপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কায়স্থ গ্রামের মৃত মধু মিয়ার বাড়ির চারাগাছ উঠিয়ে বাড়ি দখলের অভিযোগ করেন জৈনিক নারী রুপিয়া বেগমের বিরুদ্ধে মৃত মধু মিয়ার স্ত্রী ও পুত্র।
জানা যায়,নবীগঞ্জের ১১ নং গজনাইপুর ইউপির ২ নং ওয়ার্ড কায়স্থ গ্রামের বাসিন্দা মৃত মধু মিয়া।মধু মিয়ার স্ত্রী ও পুত্র জানায় ৬ জন ছেলেমেয়ে রেখে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু বরণ করে মধু মিয়া।স্ত্রী সায়দা বেগম নিরুপায় হয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে ভাশুরের ছেলে ফজলু মিয়ার দায়িত্বে বাড়ি দিয়ে বাপের বাড়ি চলে যায়।গতকাল ২০/০১/২২ ইং তারিখ রোজ বৃহস্পতিবার পাশের ঘরের প্রভাবশালী মহিলা মৃত আনসার মিয়ার স্ত্রী রুপিয়া বেগম বাড়ির বিভিন্ন জাতের চারাগাছ উঠিয়ে বাড়ি দখল করে ভাশুরের ছেলের উপর মামলা দায়ের করেছে।এ বিষয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হলেও রুপিয়া বেগম সমাধানে যেতে রাজি নয়।এ বিষয়ে গ্রামের কিছু মানুষের সাথে কথা বলে জানা যায় বাড়ির মালিক মধু মিয়া ও তার স্ত্রী।এ বিষয়ে রুপিয়া বেগমের সাথে কথা বললে তিনি জানায় এ বাড়ির মালিক আমি,ডকুমেন্টস সহ বিভিন্ন দলিলপত্র আছে।সায়দা বেগম ও পুত্র দলিলপত্র দেখাতে পেরেছে, কিন্তু রুপিয়া বেগম কোনো দলিলপত্র দেখাতে পারেনি।সায়দা বেগম ও তার পুত্র প্রশাসন সহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি