স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জের কথিত সাংবাদিক বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত আসামি আজাদ ও মুজিব ৫ সাংবাদিক সহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন নারী ও শিশু ট্রাইবুনাল হবিগঞ্জ -৩।
জানা যায়, নবীগঞ্জের ৫ নং আউশকান্দি ইউপির চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন করোনা কালীন প্রণোদনা সাধারণ জনগণের মধ্যে গত ২০২০ সালের মার্চ মাস থেকে বিলি করে যাচ্ছিলেন।চেয়ারম্যানের নিকট চাঁদা হিসাবে সেই প্রণোদনার চালের বিরাট একটা অংশ নেওয়ার দাবি জানায় নবীগঞ্জের কথিত সাংবাদিক আহমদ আজাদ, মুজিবুর রহমান মুজিব ,শাহ সুলতান সহ কয়েকজন।চেয়ারম্যান জানান এই প্রণোদনা অসহায় নিরীহ গরীব এবং ভিক্ষুকের।তার একটা অংশ দিয়ে আমি পাপী হতে চাই না।সেই বিষয় কে কেন্দ্র করে আজাদ ও তার গ্রুপের লোকজন চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের প্রাইভেট হসপিটাল ভাংচুর করে।সেই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে।সেই সংবাদ সংগ্রহ করতে গত ০৫/০৪/২০ ইং তারিখ হবিগঞ্জের টিভির সাংবাদিক সহ দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক ও ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফরজুন আক্তার মনি যান।আউশকান্দি অরবিট ডায়াগনস্টিক সেন্টারের তথ্য সংগ্রহ কালীন অবস্থায় তাঁকে সেখান ধরে নিয়ে হেনস্তা সহ শ্লীলতাহানি করে নবীগঞ্জের কথিত সাংবাদিক মৃত জব্বার মিয়ার পুত্র এম এ আহমদ আজাদ, মৃত সুন্দর আলীর পুত্র মুজিবুর রহমান মুজিব,মৃত ইশকন্দর মিয়ার পুত্র শাহ সুলতান, মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ আলমগীর মিয়া,মুক্তার মিয়ার পুত্র বুলবুল আহমদ,মৃত ছনর মিয়ার পুত্র সাকির মিয়া।ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন।গত ০৬/০৪/২০ তারিখ সম্পাদক মনি বাদী হয়ে নবীগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।যাহার নবীগঞ্জ থানা নারী শিশু নির্যাতন মামলা নং ১২/২০।আসামি গণ বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় নবীগঞ্জ থানাপুলিশ গ্রেফতার করতে পারেননি।এমনকি চার্জশীটেও পুরো আসামি কে বিচারের আওতায় আনতে পারেননি।পরবর্তীতে নারী শিশু ট্রাইবুনাল হবিগঞ্জ -৩ এ নারাজি দাখিল করেন সম্পাদক মনি।মহামান্য আদালত নারাজি গ্রহণ করে বাংলাদেশ পিবিআই হবিগঞ্জ কে তদন্তের দায়িত্ব প্রদান করেন।বাংলাদেশ পিবিআই হবিগঞ্জ দীর্ঘদিন যাবৎ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।প্রতিবেদনটি মহামান্য আদালত আমল গ্রহণ করে গত০৭/০৩/২২ ইং তারিখ রোজ রবিবার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদী নিজেই।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি