(ফরজুন আক্তার মনি)=জীবনে কখনও সুখের কথা ভাবিনি,ভেবেছি অসহায়,নিরীহ,নির্যাতিত নিপীড়িত এতিম দুঃখীদের কথা।তাই এক শ্রেণির মানুষের শত্রুতে রুপান্তর।তাদের স্বার্থে যখন হয়েছে আঘাত ,শত্রুরুপ ধারণ করে আমাকে বিনা অপরাধে হামলা মামলা দিয়ে হয়রানি করে হৃদয়ে মারাত্মক ক্ষত সৃষ্টি করেছে।এমনকি কারাগার সহ বিভিন্ন জায়গায় খুন করার চেষ্টা চলমান।তাদের প্রভাবপ্রতিপত্তির কারণে বিচার থেকে বহু দূরে।দেশের এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন কখনও দেখিনি,তাহলে এমন রেষারেষি ঠিক হয়নি।এমনকি যারা জাতির জনক শেখ মুজিবুর রহমানকে অসম্মান ও কটুক্তি করেছে তারা আওয়ামিলীগের নেতাদের ছত্রছায়ায় বিভিন্ন ভাবে ফায়দা হাসিল করে যাচ্ছে। আমি দেশের সন্তান হিসাবে প্রতিবাদ করে ভাগ্যে জুটেছে জেল-জরিমানা।এরই নাম তকদির।সেই ক্ষত শুকানোর জন্য শুভাকাঙ্ক্ষীরা দিনরাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন,কিন্তু ক্ষত শুকালেও দাগ হৃদয়ে কিয়ামত পর্যন্ত থাকবে।এসব অন্যায়,জুলুম নির্যাতন,নিপীড়ন কারো স্মৃতি থেকে মুছে যাবার নয়,তা ইতিহাস সৃষ্টি করেছে,যা প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণে রাখবে এবং আমাকে যে অমানবিক জুলুম,নির্যাতন, নিপীড়ন করা হয়েছে,এমনকি কারাগারে হত্যার বারবার চেষ্টা করা হয়েছে,পৃথিবীর বুকে কোথাও এমন ঘটনা হয়তো ঘটেনি ।মৃত্যুক্ষণে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাকে উদ্ধার করেছেন আমার জীবনের শ্রেষ্ঠ মহীয়সী এক গুরু মরিয়ম শেলী আপু।তা না হলে তাদের যাঁতাকলে পিষে মাটির সঙ্গে মিশে যেতাম।এসব জুলুম অত্যাচার ও নানা কলঙ্কের কালি যখন আমার স্মৃতিতে আসে তখন আমার বুকে ব্যথা হয়,শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয়,মনে হয় আত্মহত্যা করি।এসব কষ্ট ও নিষ্ঠুরতম স্মৃতি ভুলানোর জন্য এতিম সন্তান হিসাবে আবেগাপ্লুত হয়ে মানবিক অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ,সুপার স্টার,অল রাউন্ডার সহ মানবিক ব্যক্তিগণ ফেইসবুক টপ ফ্রেন্ড বানিয়েছেন, বিভিন্ন ভাবে উৎসাহ দিচ্ছেন।শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত চিকিৎসা চালাচ্ছেন।এমনকি ছোট বড় গিফট করে মেমোরি কে তাজা করার চেষ্টা চালাচ্ছেন।তাদের ভালোবাসায় আজীবন কৃতজ্ঞ ও মুগ্ধ।কিন্তু হবিগঞ্জ জেলার কেউ আমার পাশে দাঁড়াননি।হে আল্লাহ কী ছিল আমার অপরাধ?মাবুদ জুলুম বাজদের তুমি ধ্বংস কর।এসব অনাকাঙ্খিত স্মৃতি মনে হলে ঘুমাতে অনেক কষ্ট হয়।উদ্ধারে মহীয়সী এক নারী আমার লেখা কবিতা পড়ে শুভাকাঙ্ক্ষীরা কষ্টে বোবা এবং আমি নিজেও অসুস্থ।আমাকে সাহায্য করতে কখনও কোন শুভাকাঙ্ক্ষী কে বলিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি