ফরজুন আক্তার মনি, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ইনাতগঞ্জ বাজার জামে মসজিদের দীর্ঘ বছরের বিরোধ তদন্তে নেমেছেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির একটি টীম এবং তদন্ত শেষে প্রেস বিফ্রিং করেন।
জানা যায়, নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউপির ইনাতগঞ্জ বাজার জামে মসজিদ নামকরণ ও দুর্নীতি অনিয়ম নিয়ে দীর্ঘ বছর যাবৎ চুল-ছেঁড়া বিরোধ দাতা পরিবারের সদস্য আশাহীদ আলী আশা আমিনুর রহমান গংদের সাথে চালিয়ে যাচ্ছে।ইনাতগঞ্জ বাজার জামে মসজিদ থেকে ছালেহা জামে মসজিদে পরিণত হওয়ায় নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত মামলা চলমান।এ বিষয়ে গতকাল ২১/১০/২৩ খ্রিস্টাব্দ মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সিলেট জেলা উপজেলার কয়েকজন কর্মী নিয়ে ইনাতগঞ্জ বাজার জামে মসজিদ নামকরণ ও অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে বিকাল ৪ ঘটিকায় মসজিদের সামনে এক প্রেস বিফ্রিংয়ে জানান বিষয়টি আপোষ মিমাংসায় নিষ্পত্তি হওয়ার প্রস্তাবে আমরা একমত পোষণ করেছি।আমরা কিছু দিনের মধ্যে আপোষে মিমাংসা করার চেষ্টা করব।দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ফরজুন আক্তার মনি’র একটি প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান বিরোধ সংক্রান্ত তথ্যের ডকুমেন্টস আশাহীদ আলী আশা দাখিল করিলেও অপর পক্ষ করেনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি